ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোজিনা ফিরে গেল আত্মীয়-স্বজনের কাছে

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ৬ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোজিনা ফিরে গেল আত্মীয়-স্বজনের কাছে

জয়পুরহাট প্রতিনিধি : দুই বছর ভারতের মালদা সেফহোমে থাকার পর বাংলাদেশ পুনর্বাসনের পক্ষ থেকে সোমবার দুপুরে জয়পুরহাট শহরের আদর্শপাড়ায় ফুফুর জিম্মায় ফিরিয়ে দেওয়া হলো রোজিনা (১২) নামে এক শিশুকে।

ঢাকা পুনর্বাসন কেন্দ্রের অফিসার অ্যাডভোকেট রিনা আকতার জানান, জয়পুরহাট জেলা শহরের মাদরাসা রোড আদর্শপাড়ার আবদুল মতিন ও তার শিশুকন্যা রোজিনা  ২০১২ সালের ১১ নভেম্বর ভারতের মালদা স্টেশন থেকে বিনা পাসপোর্টের অভিযোগে আটক করা হয়।

পরে বাবাকে জেলহাজতে এবং মেয়েকে মালদা সেফহোমে রাখা হয়। দুই বছর পর গেল বছরের ২২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ চেকপোস্ট দিয়ে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পুনর্বাসন অফিসের জিম্মায় শিশুটিকে ফেরত দেয় ভারতীয় পুলিশ।

এ কয়েক মাস সেখানে থাকার পর সোমবার ওই শিশুটিকে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে শিশুটির কেউ না থাকায় ওই এলাকায় তার ফুফু পিয়ারা মর্জিনার জিম্মায় শিশুটিকে ফিরিয়ে দেয়।

 

 



রাইজিংবিডি/জয়পুরহাট/৬ এপ্রিল ২০১৫/আজিজুর/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়