ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

ফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

নিহত ইব্রাহিম আলী

নিজস্ব প্রতিবেদক, সিলেট : দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম আলী (২২) কুমিল্লার বরুরা থানার সিদ্দিকুর রহমানের ছেলে।

 

সোমবার সন্ধ্যায় তার লাশটি উদ্ধার করার পর রাত ৯টার দিকে স্বজনরা লাশ নিয়ে কুমিল্লার পথে রওয়ানা দেন।

 

স্থানীয় ও গোয়াইনঘাট থানা সূত্র জানায়, কুমিল্লার বরুরা থেকে একটি মাইক্রোবাসে করে ১৬ জন পর্যটক সোমবার জাফলং বেড়াতে আসেন। তারা জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নামার পর ইব্রাহিম স্রোতের টানে পানিতে তলিয়ে যান।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই জানিয়েছেন, সন্ধ্যায় তার লাশটি উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ইব্রাহিমের লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

 

 

রাইজিংবিডি/সিলেট/২৮ সেপ্টেম্বর ২০১৫/রফিকুল ইসলাম কামাল/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়