ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুনামগঞ্জে খলিল টেলিকমে অগ্নিকাণ্ড

কুলেন্দু শেখর দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৬, ২৩ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুনামগঞ্জে খলিল টেলিকমে অগ্নিকাণ্ড

খলিল টেলিকমে আগুনে পুড়ে যাওয়া মালামাল

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের পৌর বিপণি মার্কেটের খলিল টেলিকমে অগ্নিকাণ্ডে দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন টেলিকমের মালিক।

 

শনিবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডে ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এ ব্যাপারে খলিল টেলিকমের মালিক খলিল মিয়া রাইজিংবিডিকে জানান, বর্তমানে বাজারে যে নতুন মিটারগুলো এসেছে সেগুলো থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে তার দোকানের ২টি কম্পিউটার, ২টি মনিটর, ২টি পাওয়ার সফটওয়্যার, চেয়ার টেবিল ও বেশ কিছু মালামালসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি শারফুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  অগ্নিকা-ে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

 

রাইজংবিডি/সুনামগঞ্জ/২৩ জানুয়ারি ২০১৬/কুলেন্দু শেখর দাস/দিলারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়