ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাল্যবিবাহ : বর-কনেসহ তিনজনের কারাদণ্ড

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৫, ১৯ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাল্যবিবাহ : বর-কনেসহ তিনজনের কারাদণ্ড

অলংকরণ : অপূর্ব খন্দকার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখিপুরে বাল্যবিবাহের দায়ে বর, কনে ও বিয়ে পড়ানো পেশ ইমামকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

 

এ সময় ওই আদালতেই উপজেলা খাদ্যগুদামে অনাধিকার প্রবেশের দায়ে সখিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাতেম আলী সিকদারকে এক হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে অনাধিকার প্রবেশ না করার জন্য মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম জানান, উপজেলার বেড়বাড়ি গ্রামের আজিম উদ্দিনের ছেলে নাসির উদ্দিনের (২৫) সঙ্গে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগানচালা এলাকার আতিকুর রহমানের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী আইরিন আক্তারের (১৪) বিয়ের প্রস্তুতি চলছিল। নিবন্ধন ছাড়াই বরের বাড়িতে আবদুল্লাহ (৫৫) নামের এক পেশ ইমাম বিয়ে পড়াচ্ছিল। খবর পেয়ে পুলিশ বাল্যবিবাহের আসর থেকে ওই তিনজনকে ধরে এনে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

 

 

রাইজিংবিডি/টাঙ্গাইল/১৯ আগস্ট ২০১৬/শাহরিয়ার সিফাত/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়