ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম বিভাগে উত্তীর্ণ হলো পুলিশ অ্যাথলেটিক্স

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম বিভাগে উত্তীর্ণ হলো পুলিশ অ্যাথলেটিক্স

কুল দ্বিতীয় বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পুলিশ অ্যাথলেটিক্স ক্লাব

স্পোর্টস রিপোর্টার
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি : কুল দ্বিতীয় বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ অ্যাথলেটিক্স ক্লাব। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তারা আগামী বছর প্রথম বিভাগ ফুটবলে খেলার সুযোগ পাবে।

শুক্রবার বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ইউরো ফেমাস ক্লাবকে ২-০ গোলে হারিয়ে জয় পায় তারা। এই জয়ের ফলে ১৩ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বিভাগ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় তারা।

পাশাপাশি তারা সুযোগ নিশ্চিত করে পেশাদার লিগে খেলার।

পুলিশ অ্যাথলেটিক্সের পক্ষে ম্যাচের ৩০ মিনেটে গোল করেন জহিরুল হক। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করেন আমিরুল ইসলাম।

২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পিডবিউডি ক্লাব।

 

রাইজিংবিডি / আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়