ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাঞ্ছারামপুর উপজেলায় ভোট

সমীর চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৭, ২৬ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাঞ্ছারামপুর উপজেলায় ভোট

ভোট দেওয়ার পর এক ব্যক্তির আঙুলে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে (ফাইল ফটো)

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

অপ্রিতীকর ঘটনা এড়াতে সকাল থেকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব স্টাইকিং ফোর্স টহল অব্যাহত রেখেছে।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট এক লাখ ৯৩ হাজার ৪২১ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

১৩টি ইউনিয়নের ৮৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সিদ্দিক রাইজিংবিডিকে জানান, এখন পর্যন্ত কোনো অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে পুলিশের পাশাপাশি চার প্লাটুন সেনাবাহিনী, ছয় প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র‌্যাব স্টাইকিং ফোর্স নিরাপত্তা রক্ষায় কাজ করছে। এ ছাড়া ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলরত রয়েছেন।

 


রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৪/সমীর চক্রবর্তী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়