ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

চট্টগ্রাম-ফটিকছড়ি রুটে বিআরটিসি বাস চালু

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ১৮ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম-ফটিকছড়ি রুটে বিআরটিসি বাস চালু

নতুন চালু হওয়া বিআরটিসি বাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি বিবিরহাট থেকে চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট পর্যন্ত সরাসরি বিআরটিসি স্পেশাল বাস সার্ভিস চালু হয়েছে।

 

সোমবার সকালে ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারী নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করেন।

 

জানা যায়, বিআরটিসি স্পেশাল বাস সার্ভিস নামের এই সেবা সোমবার থেকে প্রতিদিন ফটিকছড়ির যাত্রীরা উপভোগ করবেন। প্রতিদিন সকাল ও বিকেলে দুটি করে মোট চারটি আধুনিক সুবিধা সম্বলিত বিআরটিসি বাস এই রুটে চলাচল করবে। ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার থেকে নাজিরহাট, হাটহাজারী হয়ে চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট, পুরাতন রেল স্টেশন পর্যন্ত বাসগুলি যাতায়ত করবে।

 

বিআরটিসি বাসের এই যাত্রী সেবা চালু হওয়ার ফলে ফটিকছড়ি ও চট্টগ্রামের মধ্যে যাতায়েতকারী যাত্রী সাধারণের যানবাহন সঙ্কট ও দুর্ভোগ অনেকাংশে কমে যাবে বলে মন্তব্য করেছে ফটিকছড়ির সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী।

 

আনুষ্ঠানিক উদ্বোধনের পর নজিবুল বশর বিআরটিসি বাসে চড়ে কিছুদূর রাস্তা ঘুরে আসেন।

 

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৮ মে ২০১৫/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়