ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

প্রাক্তন এমপি বাদশা চৌধুরীর ইন্তেকাল

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪১, ২৫ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাক্তন এমপি বাদশা চৌধুরীর ইন্তেকাল

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের জাতীয় পার্টির প্রাক্তন এমপি ও গলাচিপা খারিজ্জমা কলেজের প্রতিষ্ঠাতা মো. ইয়াকুব আলী চৌধুরী ওরফে বাদশা চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)।

 

শনিবার সকাল ১০টার দিকে নিজ গ্রাম গলাচিপা উপজেলার খারিজ্জমার বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

 

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। এর আগে তিনি রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ  জুন মাসে বার্ডেম হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফেরত দেয়। মৃত্যুকালে তিনি চার পুত্র ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

প্রসঙ্গত, মো. ইয়াকুব আলী চৌধুরী ওরফে বাদশা চৌধুরী ৯০ এর দশকে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন পটুয়াখালী-৩ দশমিনা-গলাচিপা আসনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এর আগে ছাত্র জীবনে তিনি পটুয়াখালী সরকারী কলেজের ভিপি ছিলেন। অবসর জীবনে তিনি খারিজ্জমা প্রাথমিক, মাধ্যমিক ও একটি কলেজ প্রতিষ্ঠা করেন। এ ছাড়াও তিনি নানা সামাজিক কাজে নিজেকে উৎর্সগ করেছেন। 

 

আগামী রোববার দুপুরে জানাজা শেষে প্রাক্তন এ এমপিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

 

রাইজিংবিডি/পটুয়াখালী/২৫ জুলাই ২০১৫/বিলাস দাস/দিলারা

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়