ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

আদুরীকে নির্যাতনের প্রতিবাদে প্রশাসনের মানববন্ধন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১ অক্টোবর ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
আদুরীকে নির্যাতনের প্রতিবাদে প্রশাসনের মানববন্ধন

আদুরী

জেলা সংবাদদাতা
ফরিদপুর, ১ অক্টোবর:  রাজধানীতে গৃহকর্মী আদুরীকে নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে প্রশাসন। মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।

মুজিব সড়কে অনুষ্ঠিত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নারী ও মানবাধিকার সংগঠনের সদস্য ও কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জামিল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিনা মাসুদুজ্জামান, অধ্যাপক মো. শাহজাহান, অধ্যক্ষ মাহবুবুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক শিপ্রা রায় প্রমুখ।

শিশু ও নারী নির্যাতনকারীদের আইনের মাধ্যমে কঠোর সাজা দেওয়ার পাশাপাশি সামাজিকভাবে বয়কট করার আহ্বান  জানানো হয় মানববন্ধন থেকে।

রাইজিংবিডি/ মনিরুল / এমএস

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়