ঢাকা     রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

কারাগার থেকে পালিয়েছে অপরাধী বিড়াল

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কারাগার থেকে পালিয়েছে অপরাধী বিড়াল

মাদক পাচারের অভিযোগে আটক একটি বিড়াল শ্রীলঙ্কার একটি কারাগার থেকে পালিয়ে গেছে বলে সোমবার (৩ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম অরুণা জানিয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, গত শনিবার কঠোর নিরাপত্তা-সম্পন্ন ওয়েলিকাডা কারাগারে বিড়ালটিকে হাতেনাতে ধরেন কারাগারের গোয়েন্দা কর্মকর্তারা।

তিনি জানান, বিড়ালটির গলায় বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে মাদক, মোবাইল ফোন এবং মেমোরি কার্ড পাওয়া যায়।

তবে কারাগারের যে কক্ষে বিড়ালটিকে রাখা হয়েছিল সেখান থেকে গত রোববার বিড়ালটি পালিয়ে যায়। এ প্রসঙ্গে কারা কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে কারাগারটিতে দেয়ালের ওপর দিয়ে ছোট প্যাকেটে মাদক, সিগারেট, মোবাইল ফোন, চার্জার ইত্যাদি ছুঁড়ে ফেলার ঘটনা বেড়ে গিয়েছিল। বাইরে থেকে অর্থের বিনিময়ে একদল অসাধু লোক কয়েদীদের কাছে এসব জিনিস সরবরাহ করতো। ধারণা করা হচ্ছে, সেই চক্রটিই বিড়ালের গলায় মাদক বেঁধে কারাগারে পাঠিয়েছিল।  

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়