ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ম্যাকডোনাল্ডসের বার্গারের বিজ্ঞাপন দেখে উপোস ভাঙায় মামলা

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ২৪ আগস্ট ২০২১   আপডেট: ১১:০৯, ২৫ আগস্ট ২০২১
ম্যাকডোনাল্ডসের বার্গারের বিজ্ঞাপন দেখে উপোস ভাঙায় মামলা

পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপনের রীতি নতুন কিছু নয়। কিন্তু লোভনীয় বিজ্ঞাপনের জন্য কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার ঘটনা সাধারণত দেখা যায় না।

সম্প্রতি এমনি এক অদ্ভুত মামলা দায়ের হয়েছে জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে। মামলাটি দায়ের করেছেন রাশিয়ার ওমস্কের এক নারী।

জানা গেছে, স্কেনিয়া অবচিনিকোভা নামের এই নারী খ্রিষ্টান ধর্মের অনুসারী। একমাস লেন্ট বা উপোস করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু ম্যাকডোনাল্ডসের চিজবার্গার আর চিকেন নাগেটের একটি বিজ্ঞাপন দেখে উপোস ভাঙতে বাধ্য হন। এরপর মামলাটি দায়ের করেন তিনি। ভোক্তা সুরক্ষা আইন ভাঙা এবং তার ধর্মীয় অনুভূতিকে অবমাননার অভিযোগ এনেছেন তিনি। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে ১ হাজার ২০০ রুবল দাবি করেন অবচিনিকোভা।

আরো পড়ুন:

উল্লেখ্য লেন্ট খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য এমন এক সময় যখন তারা ৪০ দিনের জন্য মাংস, মুরগি, ডিম এবং দুগ্ধজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকেন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়