সাপকে জড়িয়ে ধরে চুমু! (ভিডিও)
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
মানুষ ও প্রাণীর মধ্যে ভালোবাসার বন্ধন নতুন নয়। অনেকেই এই ভালোবাসার বন্ধনে জড়িয়ে পোষ্য হিসেবে বিভিন্ন প্রাণী নিজের কাছে রাখেন। কিন্তু পোষ্য যদি সাপের মতো বিষাক্ত কোনো সরীসৃপ হয় তাহলে তা একটু অদ্ভুতই লাগে বটে!
শুধু মানুষ নয়, বন্য প্রাণীরাও সাপ ভয় পায়। কিন্তু সেই সাপকেই জড়িয়ে ধরে চুমু খেলেন এক নারী। সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, একজন নারী একটি জ্যান্ত অজগর জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। মজার বিষয় হলো, সাপটি তাকে কোনো ক্ষতি করার চেষ্টা তো করছেই না, বরং পোষা প্রাণীর মতো তাতে সাড়া দিচ্ছে।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে রয়্যাল পাইথনস নামের একটি অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়েছে। এর ক্যাপশন লেখা হয়েছে, ‘আমি আমার সাপকে অনেক ভালোবাসি।’
দেখুন ভিডিও:
ঢাকা/মারুফ