পরস্পরের বিরুদ্ধে স্বামী-স্ত্রীর ৬০ মামলা
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
দাম্পত্য জীবনে কলহ নতুন কোনো বিষয় নয়। তবে সেটি যদি আদালত পর্যন্ত গড়ায় তা সত্যিই ভয়াবহ। আর সেই সংখ্যা যদি হয় ৬০, তাহলে তো কথাই নেই!
সম্প্রতি পরস্পরের বিরুদ্ধে আদালতে মামলা করে আলোচনায় এক দম্পতি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৩০ বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন তারা। এরপর তাদের বিচ্ছেদ হয়েছে। তাও প্রায় ১১ বছর আগে। কিন্তু এই ৪১ বছরে পরস্পরের বিরুদ্ধে ৬০টি মামলা দায়ের করেছেন এই দম্পতি।
ভারতীয় সুপ্রীম কোর্টে সম্প্রতি তাদের একটি মামলার শুনানি হয়। পরস্পরের সমঝোতার মাধ্যমে তাদের সমস্যা মিটিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মামলার প্রধান বিচারক বিচারপতি এন ভি রামানা বলেন, ‘কি করতে পারি! কিছু মানুষ ঝগড়া পছন্দ করেন। তারা আদালতেই সময় কাটাতে চান। আদালত দেখতে না পেলে যেন তাদের ঘুম হয় না।’
বিচারপতি কৃষ্ণা মুরারি ও হিমা কোহলিও এই বেঞ্চে ছিলেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যস্থতাকারীর মাধ্যমে তাদের এই বিবাদ মেটাতে হবে। আর নির্দিষ্ট সময়েই তা শেষ করতে হবে। এর মধ্যে তারা নতুন কোনো মামলা দায়ের করতে পারবেন না।
/মারুফ/