দংশনকারী সাপ ও স্ত্রীকে নিয়ে হাসপাতালে স্বামী
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
স্ত্রীকে সাপে কেটেছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তার আগে সাপটিকে ধরে ফেলেন ওই নারীর স্বামী। তিনি সাপটিকে বোতলে ভরে ফেলেন। এরপর সোজা হাসপাতালে।
ভারতের উত্তরপ্রদেশের আফজাল নগর এলাকায় সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস।
প্রতিবেদনে বলা হয়, বোতলে ভরা সাপ ও স্ত্রীকে নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে চলে আসেন। কিন্তু কেন তিনি সাপটিকে ধরে বোতলবন্দি করলেন? স্বামী রমেন্দ্র যাদবকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন কর্তব্যরত চিকিৎসক। আপনি সাপটিকে কেন এনেছেন? সেই প্রশ্নের উত্তরে রমেন্দ্র জানিয়েছেন, যদি আপনি জিজ্ঞাসা করেন কী সাপে আমার স্ত্রীকে কেটেছে তখন আমি বলতে পারব না। সেকারণেই সাপটিকে সঙ্গে করে নিয়ে এসেছি। যাতে আমি দেখাতে পারি কোন সাপে আমার স্ত্রীকে কামড়েছে।
এদিকে এভাবে হাসপাতালে সাপ ধরে নিয়ে আসার ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রমেন্দ্র যাদব বলেন, আমার স্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেব। সাপটি যাতে ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারে সেজন্য প্লাস্টিকের বোতলে ফুটো করে দিয়েছি।
/ফিরোজ/