ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বলুন তো ঘড়ির বিজ্ঞাপনে কেন ১০টা ১০ বাজে

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:৫১, ২৬ জানুয়ারি ২০২৪
বলুন তো ঘড়ির বিজ্ঞাপনে কেন ১০টা ১০ বাজে

দোকানে সাজানো ঘড়িতে দেখবেন ১০টা ১০ মিনিটের ওপর কাঁটাগুলো থেমে আছে। ঘড়ির বিজ্ঞাপনে সাধারণত এই সময়টা দেখানো হয়। কিন্তু কেন? জেনে নিন।

পেটা পিক্সেলের তথ্য,  ঘড়ির কাঁটা ১০টা ১০-এ দেখানোর একটি ব্যবসায়িক কারণ রয়েছে। বিজ্ঞাপনের জন্য ছবি তোলার সময় প্রতিষ্ঠানের লোগো দেখানো হয়। ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লোগো সাধারণত ১২টার নিচে আবার কখনও কখনও ৩, ৬ অথবা ৯টার পাশে থাকে। ১০টা ১০ এ ঘড়ির কাটা থাকলে প্রতিষ্ঠানের নাম সুন্দরভাবে ফ্রেম করা যায়।

এর আরেকটি কারণ হচ্ছে Symmetrical Look বা ভারসাম্য বজায় রাখা। ঘড়িতে ১০ টা বেজে ১০ মিনিট বজায় থাকলে কাঁটার ভারসাম্য রক্ষা হয় বলে মনে হয়।

আরো পড়ুন:

ঘড়িতে ১০ টা বেজে ১০ মিনিট থাকলে মনে হয় ঘড়ি ‘স্মাইলি লুক’দিচ্ছে। যার ফলে গ্রাহকদের কাছে ইতিবাচক বার্তা যায়।

সফল হলে অনেক সময় মানুষ আঙুলে ভিকটরি সাইন দেখায়। ঘড়িতে ১০ টা বেজে ১০ মিনিট সেই সাইনের প্রতিফলন ঘটায়। যা বিজ্ঞাপনের জন্য পজিটিভ সাইন।

শেষ কথা হচ্ছে, মানুষের মস্তিষ্ক প্রতিসাম্য এবং সুশৃঙ্খলতা পছন্দ করে। ঘড়িতে ১০টা ১০ বাজলে প্রতিসাম্য এবং সুশৃঙ্খলতা দুই’ই রক্ষা হয়।

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়