বিয়েতে অতিথি সাজার চাকরি
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
বিয়ে বাড়িতে অনেক মানুষের সমাগম হবে, এটাই স্বাভাবিক। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনেরা এদিন উপস্থিত থেকে বর-কনেকে শুভেচ্ছা জানান, দোয়া করেন। এসব অতিথিদের কাছ থেকে অনেক রকম উপহারও পেয়ে থাকেন বর-কনে।
কিন্তু জাপানের চিত্র ভিন্ন। সেদেশে এমনও অনেক বিয়ের অনুষ্ঠান হয়, যেখানে অতিথিই খুঁজে পাওয়া যায় না। বিয়ের আসরে অতিথির সংখ্যা বাড়াতে তাই জাপানের বিভিন্ন সংস্থা অতিথি ভাড়া দিয়ে থাকে। ওই অতিথিরা গিয়ে বিয়ের আসর সমৃদ্ধ করেন, খাওয়া দাওয়া করেন, বিয়ের আমেজও উপভোগ করেন। আবার টাকাও পান।
শুধুমাত্র এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অল্প সময়ের জন্য তারা চেনাজানা বন্ধুর মতো আচরণ করেন। চুক্তিবদ্ধ হওয়ার পরে অতিথিরা বর-কনের পছন্দ অপছন্দ জেনে নেন। সেই অনুযায়ী নিজেদেরকে উপস্থাপন করেন।
/লিপি