পৃথিবী থেকে বিড়াল হারিয়ে গেলে কী হবে
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
বিড়াল একটি লোমশ প্রাণী। দেখতে আদুরে। এরা মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। মানুষের ভালো বন্ধুও হতে পারে। আরাম প্রিয় এই প্রাণী ধারে কাছে ইঁদুর ঘেঁষতে দেয় না। ইঁদুর শিকারে পারদর্শী এই প্রাণীটি যদি পৃথিবী থেকে হারিয়ে যায়, তাহলে কী হবে?
লাইভসায়েন্স-এর তথ্য আমেরিকার পারডু বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের একদল গবেষক বলছেন, বিড়াল ইঁদুর শিকার করে। তাই হঠাৎ করে বিড়াল হারিয়ে গেলে ইঁদুরের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যাবে। খাদ্য শৃঙ্খলা নষ্ট হবে। পরিবেশের বিপর্যয় হবে।
এর আগে, ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের একটি গবেষণায় দেখা যায়, দেশটির ছোট একটি দ্বীপে বিড়াল নির্মূল করার পরে ওই দ্বিপের ইঁদুরের সংখ্যা অল্প সময়ের মধ্যে প্রায় চার গুণ পর্যন্ত বেড়ে যায়।
/লিপি