ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শবে কদরে শিশুদের জন্য যা করে মরোক্কো ও আলজেরিয়ার মানুষ

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:২৪, ৬ এপ্রিল ২০২৪
শবে কদরে শিশুদের জন্য যা করে মরোক্কো ও আলজেরিয়ার মানুষ

ছবি: প্রতীকী

শবে কদরে শিশুদের প্রথম রোজা রাখতে উদ্ধুদ্ধ করা হয় অনেক দেশে। সেজন্য নানা রকম আয়োজনও থাকে। বিশেষ করে মরোক্কো এবং আলজেরিয়াতে বিশেষ রেওয়াজ রয়েছে। 

মরোক্কোতে শবে কদরের রাতে মুসলিম অভিভাবকেরা শিশুদেরকে প্রথম রোজা রাখতে উদ্বুদ্ধ করার জন্য নতুন পোশাক কিনে দেন। শিশুদের হাত মেহেদি দিয়ে রাঙিয়ে দেওয়া হয়। শিশুদের জন্য তারা কুসকুস রান্না করেন। এই খাবার গরিব ও মিসকিনদেরকেও দেওয়া হয়।

আলজেরিয়াতে শবে কদরের রাতে শিশুদের প্রথম রোজা রাখতে উদ্বুদ্ধ করা হয়। এবং রোজাদার শিশুদের জন্য বিশেষ ধরনের শরবত বানানো হয়। পানি, মিষ্টি আর ফুলের সংমিশ্রণে শবরত বানিয়ে একটি বিশেষ পাত্রে পরিবেশন করে তারা। এরপর ওই পাত্রে স্বর্ণ অথবা রুপার আংটি রাখা হয়।

আরো পড়ুন:

তথ্যসূত্র: উইকিপিডিয়া

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়