ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

গাজরের বাঁশি বানিয়ে দেখালেন যুবক

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ১১ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:৪৮, ১১ এপ্রিল ২০২৪
গাজরের বাঁশি বানিয়ে দেখালেন যুবক

বাঁশি তৈরিতে বাঁশ ব্যবহার করা হয়। অনেক সময় বাঁশের পরিবর্তে বিভিন্ন ধাতুও ব্যবহার করা হয়ে থাকে। সম্প্রতি এক যুবক বাঁশি তৈরিতে অভিনব এক উপায় দেখিয়েছেন।

গাজর দিয়ে বাঁশি তৈরির কথা শুনেছেন কখনো? এবার এই কাজটিই করে দেখিয়েছেন ইথান টায়লার স্মিথ নামের এক যুবক। গাজর দিয়ে বাঁশি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ওই যুবক।

কীভাবে গাজর দিয়ে বাঁশি তৈরি করা যায়-ভিডিওতে সেই উপায়ও দেখিয়েছেন স্মিথ। কেবলমাত্র বাঁশি তৈরি করেছেন তা নয়, বাজিয়েও দেখিয়েছেন।

আরো পড়ুন:

ভিডিওতে দেখা যাচ্ছে, শুরুতে গাজর ধুয়ে, খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপরে একটি ড্রিল মেশিনের সাহায্যে গাজরের ভেতর থেকে এক তৃতীয়াংশ শাঁস খুব সাবধানে কুরিয়ে বের করা হচ্ছে। এভাবে ফাঁপা নলের মতো তৈরি করে নেওয়া হচ্ছে, যাতে বাতাস চলাচলের জন্য বাঁশির গায়ে ছিদ্র করা যায়। এরপর ছুরির সাহায্য নিপুণ দক্ষতায় কয়েকটি ছিদ্রও তৈরি করা হলো। তারপর তিনি গাজরের বাঁশি বাজিয়ে শোনালেন।

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়