ঢাকা     মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ২ ১৪৩২

পোষ্যরা টিভির প্রতি আসক্ত হচ্ছে!

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২ মে ২০২৪   আপডেট: ১৩:৩৮, ২ মে ২০২৪
পোষ্যরা টিভির প্রতি আসক্ত হচ্ছে!

পোষ্যরা টিভির প্রতি আসক্ত হয়ে পড়ছে।

পোষ্যপ্রেমীরা তাদের প্রিয় পোষ্যদের ভালো রাখতে অনেক কিছুই করেন। এই যেমন- ভালো ভালো পোশাক পরানো, ভালো ভালো খাবার খাওয়ানো, নিজের সাথে ঘুরতে নিয়ে যাওয়া; একসঙ্গে খেলাধুলা করা ইত্যাদি। পোষ্যরাও এসব রপ্ত করে মালিকের মন জয় করে নেয়। আরও একটি বিষয় পোষ্যরা শিখে নিচ্ছে তা হলো টিভি দেখা। গবেষণায় দেখা যাচ্ছে, পোষ্যরা নাকি টিভির প্রতি আসক্ত হয়ে পড়ছে।

সম্প্রতি ব্রিটেনের ওরসিস্টার বসচে প্রায় দুই হাজার পোষ্যমালিকের সঙ্গে কথা বলে এর কারণ বের করেছেন। তারা জানিয়েছেন, পোষ্যমালিকেরা অধিকাংশই বাড়ি থেকে বের হওয়ার সময় টিভি অন রেখেই বেরিয়ে পড়েন। এ ছাড়া বাড়িতে থাকার সময় ফুটবল বা সিনেমা দেখবার সময় প্রিয় পোষ্যকে কোলে নিয়েই তারা টিভির সামনে বসেন। আর এভাবেই ধীরে ধীরে পোষ্যদের মধ্যে সাংঘাতিক আসক্তি তৈরি হয়ে যাচ্ছে টিভি দেখার প্রতি। 

সমীক্ষায় আরও দেখা গেছে, ২৮ শতাংশ পোষ্যের মালিকই বাড়ি থেকে বের হওয়ার সময় টিভির সুইচ অন রাখেন। এ সময় প্রিয় কুকুর বা বিড়ালরা বসে থাকে টিভির সামনেই! পোষ্যের এমন আসক্তি নিয়ে সতর্ক করছেন পশু বিশেষজ্ঞরা।

আরো পড়ুন:

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়