ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

আজ ‘বেস্ট ফ্রেন্ড’ দিবস

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ৮ জুন ২০২৪   আপডেট: ১১:০২, ৮ জুন ২০২৪
আজ ‘বেস্ট ফ্রেন্ড’ দিবস

ছবি: প্রতীকী

বন্ধুত্বকে আশ্রয়দাতা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। বন্ধু মানে আনন্দ, হাসি, সুখ, দুঃখের অংশীদার। প্রতিটি মানুষের একাধিক বন্ধু আছে। এই বন্ধুদের মধ্যেও একজন হয়ে ওঠে সবার সেরা। বিশ্বাস, প্রতিশ্রুতি রক্ষা একজন আরেকজনের জীবনে হয়ে ওঠে ‘বেস্ট ফ্রেন্ড’। ‘বেস্ট ফ্রেন্ড’ হলো আয়নার মতো। তবে সবার ‘বেস্ট ফ্রেন্ড’ থাকে বিষয়টি এমন না। কারও কারও থাকে। আর ‘বেস্ট ফ্রেন্ড’ কেবলমাত্র একজনই হতে পারে।

 ৮ জুন, ‘বেস্ট ফ্রেন্ড’ ডে বা ঘনিষ্ঠ বন্ধু দিবস। ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস দিনটি চালু করে। এরপর থেকে যুক্তরাষ্ট্রে প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে। আপনিও দিবসটি পালন করতে পারেন। যে আপনার সব থেকে প্রিয় বন্ধু তার পছন্দ-অপছন্দের গল্প আপনার থেকে আর কে ভালো জানে! বন্ধুকে তার প্রিয় কিছু উপহার দিতে পারেন। আর সেটা হতে পারে ‘সময়’। শত ব্যস্ততা দূরে সরিয়ে দিয়ে কিছুটা সময় নিজেদের মধ্যে ভাগ করে নিন।

তথ্যসূত্র: ডেজ অব দ্য ইয়ার 
 

আরো পড়ুন:

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়