একাই বাঁচিয়েছেন ৪৬৯ জনকে
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
চেন সি। ছবি: সংগৃহীত
এক, দুই বা দশজনকে নয় ৪৬৯ জনকে আত্মহননের পথ থেকে ফিরিয়ে এনেছেন চীনের এক ব্যক্তি। তার নাম চেন সি। তাকে বলা হয় ‘নানজিংয়ের দেবদূত’।
চীনের ‘ইয়াসি রিভার ব্রিজ’ এর কুখ্যাতি আছে। কারণ ওই সেতুর ওপর থেকে অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সবাইকে বাঁচাতে না পারলেও বেশিরভাগ সময় আত্মহননের চেষ্টাকারীকে এসে ধরে ফেলেন চেন সি।
৫৬ বছর বয়সী চেন সি এই কাজের জন্য কোনো টাকা পয়সা পান না। অথচ ২১ বছর ধরে দৈনিক দশবার ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত করেন তিনি। তার উদ্দেশ্য আত্মহত্যার পথ থেকে মানুষকে ফেরানো। চেন সি চলতে চলতে খেয়াল রাখেন আত্মহননের কোনো লক্ষণ কারও মধ্যে দেখা যাচ্ছে কিনা। চেন সির একটি বড় গুণ হচ্ছে তিনি মানুষের মুখ দেখেও বুঝে যান, আত্মহত্যার প্রবণতা আছে কিনা।
আত্মহননের মনোবৃত্তি বোঝেন বলেই আত্মহত্যার চেষ্টাকারীদের বাঁচাতে পারেন তিনি। চেন সি একটি সাক্ষাৎকারে বলেছেন, আত্মহত্যা করতে চাওয়া ব্যক্তির মধ্যে স্বাভাবিক চঞ্চলতা থাকে না। এবং তার শরীরের অঙ্গ-পত্যঙ্গগুলোতে স্থবিরতা দেখা দেয়। আত্মহনন করতে চাওয়া মানুষগুলো সেতুর ওপর দীঘসময় একমনে বসে থাকেন অথবা এলোমেলো পায়চারি করেন। এরপর আত্মহনন করতে যাওয়া মানুষটিকে বোঝানোর চেষ্টা করেন। এরপর তাদেরকে সেতুর ওপর থেকে সরিয়ে নিয়ে যান। সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখরে পেছন থেকে ব্যক্তিকে জাপটে ধরেন চেন সি।
যাদেরকে বাঁচান তাদেরকে মানসিকভাবে সুস্থ করে তোলার দায়িত্বও পালন করেন তিনি। নিজের টাকা খরচ করে তাদের দেখভাল করেন, সু্স্থ হওয়া পর্যন্ত নিজের কাছেই রাখেন। চেন সি মনে করেন, জীবনের প্রতিটি দিন উপভোগ করা উচিত।
ওই সেতুর ওপর চলাচল করার সময় চেন সি গায়ে যে লাল জ্যাকেটটি থাকে তাতে চায়না এবং ইংরেজি ভাষায় এই কথায় লেখা থাকে যে, জীবনের প্রতিটি দিন উপভোগ করো।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
/লিপি