ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রেণিকক্ষে ঢুকে পড়লো কৌতুহলী ভালুক

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১৪ আগস্ট ২০২৪  
শ্রেণিকক্ষে ঢুকে পড়লো কৌতুহলী ভালুক

ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাবছরের শুরুতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একজন শিক্ষিকা শ্রেণিকক্ষ সাজাচ্ছিলেন। শিক্ষার্থীদের বরণ  করার আগেই ওই শ্রেণিকক্ষে হাজির হয় এক কৌতুহলী ভালুক। তখন শিক্ষিকা শ্রেণিকক্ষে ছিলেন না এবং শ্রেণিকক্ষের দরজা খোলা ছিল। শ্রেণিকক্ষে ঢুকে কিছু সময় ঘোরাঘুরি করতে থাকে ভালুকটি। তেমন কিছু তছনছ করেনি ঠিকই তবে একটি ব্যাগ নষ্ট করেছে।

ক্যালিফোর্নিয়ার পাইন মাউন্টেন ক্লাবের পিক টু পিক মাউন্টেন চার্টার স্কুলে এই ঘটনা ঘটেছে। ওই শিক্ষিকার নাম এলিন সালমন।এলিন শ্রেণিকক্ষ খোলা রেখে কিছু জিনিসপত্র ফটোকপি করতে গিয়েছিলেন। এরপর যখন ফিরে আসেন শ্রেণিকক্ষে ভালুকটিকে দেখতে পান। ভয় পেয়ে আবার দৌড়ে অফিসকক্ষে যান এবং স্বামী ইয়ানকে ফোনে সব কথা জানান। 

এলিন ভাবছিলেন তার সাজানো গোছানো শ্রেণিকক্ষটি ভালুকটি তছনছ করে ফেলবে। কিন্তু এলিনের স্বামী ইয়ান এসেই শ্রেণিকক্ষের দরজা খুলে দেন এবং ভালুকটিকে বের হয়ে যাওয়ার সুযোগ দেন। সুযোগ পেয়ে ভালুকটি শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যায়।

এলিন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ভালুকটি তেমন কোনো ক্ষতি করেনি। তবে ভূমিকম্পের জন্য জরুরি ব্যবস্থা হিসেবে গুছিয়ে রাখা ব্যাগটি নষ্ট করেছে। ওই ব্যাগে কিছু শুকনা খাবার ছিল।

এই ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষ ভালুকের প্রবেশ আটকানোর জন্য দরজার হাত বদলানোর সিদ্ধান্ত নিয়েছে।

/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়