ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

গুপ্তচর তিমি!

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৪
গুপ্তচর তিমি!

ছবি: সংগৃহীত

প্রায় পাঁচ বছর আগে একটি বিশেষ তিমির দেখা মিলেছিল নরওয়েতে। সম্প্রতি নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর রিসাভিকা উপকূলে ভাসমান অবস্থায় পাওয়া গেছে তিমিটিকে। নরওয়ের গোয়েন্দা সংস্থা তিমিটির নাম দিয়েছিল ভালদিমির। পাঁচ বছর আগে নরওয়ের জলসীমায় ‘গোপ্রো ক্যামেরা’ সহ প্রথমবারের মতো ভালদিমিরকে দেখা গিয়েছিল। 

প্রথমবার শনাক্ত হওয়ার পর থকে তিমিটির গতিবিধি অনুসরণ করছিল মেরিন মাইন্ড নামের একটি সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্রান্ড বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিমিটির মৃত্যুর কারণ জানা যায়নি। এটির শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। তিমিটির আনুমানিক বয়স প্রায় ১৫ বছর। 

মেরিন মাইন্ড সংস্থাটি জানায়, রুশ সামরিক বাহিনী তিমিটিকে প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে বলে ধারনা করেছে তারা। কারণ, তিমিটি মানুষের সঙ্গে মিশতে অভ্যস্ত।

আরো পড়ুন:

তবে রাশিয়া কখনোই এ ধরনের অভিযোগ আমলে নেয়নি বা কোনো জবাব দেয়নি। 

উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিলে ইনগোয়া দ্বীপের কাছে নরওয়ের নৌকাগুলোর কাছে প্রথম তিমিটিকে দেখা গিয়েছিল। ওই এলাকাটির অবস্থান মুরমানস্ক থেকে প্রায় ৪১৫ কিলোমিটার দূরে। মুরমানস্কে রাশিয়ার উত্তর নৌবহরের অবস্থান। সামরিক উদ্দেশে ডলফিনসহ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের প্রশিক্ষণ দেওয়ার ইতিহাস আছে রাশিয়ার। যদিও রাশিয়া দাবি করেছিল, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের গুপ্তচর হিসেবে ব্যবহার করে তারা কোনো কর্মসূচি পরিচালনা করে না।

লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়