ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ব্যবসা প্রতিষ্ঠানের নামের আগে কেন মেসার্স, ট্রেডার্স, ব্রাদার্স থাকে?

হৃদয় তালুকদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩০, ৮ নভেম্বর ২০২৪
ব্যবসা প্রতিষ্ঠানের নামের আগে কেন মেসার্স, ট্রেডার্স, ব্রাদার্স থাকে?

ছবি: প্রতীকী

আমাদের দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামের সঙ্গে মেসার্স, ট্রেডার্স, ব্রাদার্স, এন্টারপ্রাইজ ইত্যাদি শব্দ দেখতে পাওয়া যায়। অনেক সময় এসব শব্দের মানে অনেকেই বুঝতে পারেন না। কেনইবা ব্যবসা প্রতিষ্ঠানের নামের সাথে যুক্ত করা হয় এই শব্দগুলো?

মেসার্স: ফরাসি শব্দ মসিয়ার থেকে মেসার্স শব্দটি এসেছে। এটি এক ধরনের উপাধি। এর অর্থ জনাব/ মহোদয়। মেসার্স হলো মিস্টার শব্দের বহুবচন। মসিয়ার এর বহুবচন হলো মেইসিয়ারস, সংক্ষেপে বলা হয় মেসার্স। একাধিক লোককে সম্মান করা বুঝাতে তাদের নামের আগে মেসার্স শব্দটি ব্যবহার করা হয়। আমাদের দেশে শব্দটি ভুলভাবে ব্যবহার হয়ে এসেছে। এখনো যা চলমান। যেমন কেউ যদি প্রতিষ্ঠানের নাম দেয় মেসাস ইমাম ট্রেডার্স তাহলে ভুল, কারণ এর অর্থ জনাবগণ বা একাধিক ভদ্রলোক অথচ ইমাম এখানে একজন লোক। এর সঠিক ব্যবহার হবে মেসার্স রাহাত এন্ড শুভ ট্রেডার্স কারণ এখানে একাধিক ব্যক্তি রয়েছেন।

ব্রাদার্স: ব্রাদার্স শব্দটি ইংরেজি ভাষার। এর বাংলা অর্থ ভাই। এই শব্দের মাধ্যমে বোঝায় পেশা বা সমিতিভুক্ত ব্যক্তিবর্গ। যেমন সোহেল এন্ড ব্রাদার্স, সুমন এন্ড ব্রাদার্স।

ট্রেডার্স: ইংরেজি ট্রেডার্স শব্দের বাংলা হলো ব্যবসায়ী। যারা নিজেরা ওই প্রতিষ্ঠানের পক্ষে থেকে অন্য প্রতিষ্ঠানের পণ্য কিনে এবং বিক্রির সাথে জড়িত থাকে। যেমন সুমন ট্রেডার্স, সুলাইমান ট্রেডার্স, সুমি ট্রেডার্স।

এন্টারপ্রাইজ: এন্টারপ্রাইজ শব্দের অর্থ হলো উদ্যোগ। কোনো ব্যবসা সংগঠন পরিচালনা এবং ঝুঁকি গ্রহণের প্রক্রিয়াকে এন্টারপ্রাইজ বলা হয়। ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এন্টারপ্রাইজ শব্দটি ব্যবহার করা হয়। যেমন আনোয়ার এন্টারপ্রাইজ, সিয়াম এন্টারপ্রাইজ।

এন্ড কোং: কোং শব্দের অর্থ কোম্পানি হলেও এটি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন তমাল এন্ড কোং।

কোম্পানি লিমিটেড: কোম্পানির সাথে যখন লিমিটেড শব্দটি জুড়ে দেওয়া হয়, তখন তাকে যৌথমূলধনী কোম্পানি বলে। যেমন একুরেট কোম্পানি লিমিটেড, সুপার কোম্পানি লিমিটেড। 

ঢাকা/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়