ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

আজ ‘সুস্থ আছেন তাই বাড়িতে থাকুন’ দিবস

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৩০ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:২৩, ৩০ নভেম্বর ২০২৪
আজ ‘সুস্থ আছেন তাই বাড়িতে থাকুন’ দিবস

ছবি: প্রতীকী

বছর শেষ হয়ে এসেছে। যারা চাকরি করেন তারা বাৎসরিক ছুটির ক্যালেন্ডার মেলাতে বসেছেন, যদি আরেকটা দিন ছুটি মেলে! 

অসুস্থতাজনিত ছুটি অনেক সময় জমা থেকে যায়, কিন্তু এই ছুটিতো কাঙিক্ষত না। অসুস্থ হয়ে ছুটি পাওয়ার মধ্যে আনন্দ নেই, শরীর খারাপ মানে মনও খারাপ থাকে। অসুস্থতা নিয়ে ছুটিতে থাকলে শুয়ে বসে কাটিয়ে দিতে হয় দিন। কিন্তু সুস্থ থেকে যদি একটি দিন ছুটি পাওয়া যায়, তাহলে একটি দিন কাজের বাইরে আনন্দ করে, ঘুমিয়ে কিংবা  প্রিয় কোনো কাজ করে কাটানোর সুযোগ মিলতে পারে।  

আজ ৩০ নভেম্বর ‘সুস্থ আছেন তাই বাড়িতে থাকুন’ দিবস।

মিথ্যা অসুস্থতা দেখিয়ে ছুটি নেওয়ার বদলে যাতে সুস্থ থেকেও একদিন ছুটি মেলে; সেই প্রত্যাশায় দিনটির প্রচলন হয়েছে।

‘সুস্থ আছেন তাই বাড়িতে থাকুন’ দিবসটি ওয়েলক্যাট নামক বিচিত্র দিবস উদ্ভাবনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা টমাস ও রুথ রয় দম্পতি প্রচলন করেন। 

এই দিবসটি মিথ্যা অসুস্থতার অজুহাতে নয় বরং সুস্থ আছেন বলেই একদিন কাজ থেকে বিরতি নিতে উদ্বুদ্ধ করে। 

‘ডেজ অব দ্য ইয়ার’ অবলম্বনে

ঢাকা/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়