ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

নববধূকে গরুর গাড়িতে নিয়ে বাড়ি ফিরলো বর

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৭, ১৯ ডিসেম্বর ২০২৪
নববধূকে গরুর গাড়িতে নিয়ে বাড়ি ফিরলো বর

ছবি: সংগৃহীত

গ্রাম বাংলার পথ ধরে গরুর গাড়িতে নতুন বর-বউকে যেতে দেখেছেন? দেখেছেন কী, লাল টুকটুকে শাড়ি পরা বউ দেখার জন্য রাস্তায় দুই পাশে মানুষের ভিড়, হৈ-হুল্লোড়? এখনও পুরনো বাংলা সিনেমায় দেখা যায় গরুর গাড়িতে বউ শ্বশুরবাড়িতে যাচ্ছে। এমনই ছিল গ্রাম বাংলার দৃশ্য। লাল টুকটুকে ঘোমটা পরা বউ দেখতে রাস্তার দুই পাশে মানুষেরা ভিড় করতো। সম্প্রতি ভারতের বোলপুরে সত্যি-সত্যি এমন ঘটনা ঘটেছে। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য, গ্রামবাংলার পুরাতন প্রথা ধরে রাখতেই গরুর গাড়িতে নববধূকে বাড়িতে নেওয়ার সিদ্ধান্ত নেন মঙ্গল ভাণ্ডারি। বোলপুরের আলবাঁধা-সর্পলেহনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের বাসিন্দা রাখি দাস ও গোবিন্দাবালা গ্রামের মঙ্গল ভাণ্ডারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুজনের বাড়ির দূরত্ব মাত্র দুইকিলোমিটার। এই দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে গরুর গাড়িতে করে বউ নিয়ে বাড়ি ফেরার দৃশ্য ছোট বড় সবাইকে বিমোহিত করেছে। 

মঙ্গল ভাণ্ডারী গণমাধ্যমকে বলেছেন ‘‘অনেক দিনের ইচ্ছা ছিল সুসজ্জিত গাড়ি নয়। গরুর গাড়ি করে বউ নিয়ে বাড়ি ফিরব। আমি বাড়ির সবাইকে আমার মতামত জানাই। আমার বাড়ি এবং মেয়ের বাড়ির সবাই রাজি হয়। আমরা চাই গ্রাম বাংলা সেই রীতি বজায় থাকুক৷’’

রাখি দাস বলেছেন, ‘‘আমার জীবনে নতুন পাওনা৷ এইভাবে আমি বরের বাড়ি যাবো কোনোদিনও ভাবতে পারিনি। আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি। আমাদের চিরচেনা সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া সংস্কৃতি টিকে থাকুক।’’ 

ঢাকা/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়