ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শত বছর আগে আঁকা ছবির মতো মেয়েটি

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৭ মার্চ ২০২৫   আপডেট: ১৫:৪৪, ৭ মার্চ ২০২৫
শত বছর আগে আঁকা ছবির মতো মেয়েটি

ছবি: নিউ ইয়র্ক পোস্ট

চিত্রশিল্পীরা কল্পিত অনেক চরিত্র আঁকেন। আবার মানুষের ছবি হুবহু এঁকে ফেলতে পারেন। কিন্তু একশ বছর আগে আঁকা কল্পিত কোনো ছবির সঙ্গে যদি বর্তমানের কোনো মানুষের মুখ হুবহু মিলে যায়, তাকে কি বলবেন? কাকতালীয় বলতে পারেন আবার ব্যাপারটিকে ভীতিকরও আখ্যা দেওয়া যেতে পারে! 

যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সি তরুণী রাইলি ম্যাডিসন ল্যাডনার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকেন। হঠাৎ টিকটকে অচেনা এক ব্যক্তির বার্তা পান। যেটাতে লেখা ছিল, “আপনি দেখতে হুবহু ১৯০৯ সালে এক শিল্পীর আঁকা ছবির মতো।” বার্তাটি রাইলিকে চমকে দিয়েছিল। কিন্তু বিষয়টিকে তিনি খুব বেশি পাত্তা দেননি। এরপর একই বিষয়ে একাধিক বার্তা পেতে শুরু করেন তিনি। 

আরো পড়ুন:

তারপর রাইলি এ বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন। তিনি জানতে পারেন ‘অ্যাট দ্য ড্রেসিং টেবিল’ নামে একটি ছবিতে আঁকা নারীর চেহারার সঙ্গে নিজের চেহারার অনেকাংশেই মিল রয়েছে। ওই চিত্রকর্মটি রাশিয়ার চিত্রশিল্পী জিনাইদা সেরেব্রিয়াকভের আঁকা।

চিত্রকর্মটিতে দেখা যাচ্ছে, এক তরুণী একটি ড্রেসিং টেবিলের সামনে বসে তার লম্বা চুল আলতো করে উঁচু করে ধরে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছেন। পরে রাইলি ওই চিত্রকর্মটির সামনে বসে একই রকম ভঙ্গি করে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

তাতে তিনি লিখেছেন, “এটা খুবই ভয় পাওয়ার মতো, প্রায় গা-ছমছম করে ওঠার মতো বিষয়। কারণ চিত্রকর্মটি ১০০ বছরের বেশি পুরোনো, আমি খুবই অবাক হয়েছিলাম।”

নেটিজেনদের অনেকে ভিডিওটি দেখে মন্তব্যের ঘরে লিখেছেন, “ছবিতে থাকা তরুণীর পুনর্জন্ম হয়েছে এবং রাইলিই ওই তরুণী।”

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়