ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য মোরগের নামে থানায় অভিযোগ
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

ছবি: প্রতীকী
নিউজ আঠারো-এর তথ্য, ‘‘মোরগের শরীরে একটি জৈবিক ঘড়ি থাকে। এই ঘড়িকে বলে সার্কাডিয়ান রিদম। সূর্যোদয়ের সময় আলোর পরিবর্তনের কারণে, সার্কাডিয়ান রিদম সক্রিয় হয়ে ওঠে এবং মোরগকে ডাকার সংকেত দেয়।’’
যারা গ্রামে বসবাস করেন তারা ভোর হতে না হতেই মোরগের ডাক শুনতে পান। কিন্তু ভোরে ডাকার জন্য এক মোরগকে শাস্তি পেতে হয়েছে। ভারতের কেরালায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় অধিবাসী বৃদ্ধ রাধাকৃষ্ণ কুরুপ মোরগের ডাকের জন্য ভোরে ভালোভাবে ঘুমাতে পারেন না। আর ভালোভাবে ঘুমাতে পারেন না বলে দিন দিন শরীর খারাপ হয়ে যাচ্ছিলো তার। এই সমস্যা থেকে বাঁচতে স্থানীয় থানায় অভিযোগ করেন রাধাকৃষ্ণ। স্থানীয় গণমাধ্যমে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন ভোর ৩ টায় রাধাকৃষ্ণ কুরুপের প্রতিবেশি অনিল কুমারের বাড়ির মোরগ ডাকতে শুরু করে। এতে বৃদ্ধর ঘুম ভেঙে যায়। পরে থানায় অভিযোগ করেন তিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে প্রশাসন। ঘটনাটি কেরালার পল্লিকাল গ্রামে ঘটেছে। পরে পুলিশের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, অনিলকে তার মোরগ দূরে কোথাও রেখে আসতে হবে।
উল্লেখ্য, মোরগের ডাক সময়ের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এক সময় কৃষক এবং অন্যান্য মানুষের জন্য, মোরগের ডাক ছিল দিন শুরু করার সংকেত।
ঢাকা/লিপি