ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

চাটমোহরে লালন স্মরণোৎসব

আবদুল মান্নান পলাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাটমোহরে লালন স্মরণোৎসব

ফকির লাল শাহ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে শুক্রবার সন্ধ্যায় বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণে ১৫তম সাধু সংঘ ও লালনমেলা উদযাপনের আয়োজন করা হয়েছে। রেল বাজারস্থ লালন মেলা চত্বরে রাতব্যাপী লালন স্মৃতিচারণ, লালন মেলা ও লালন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্র।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। সভাপতিত্ব করবেন ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চাটমোহর ডিগ্রী কলেজের প্রভাষক ইসাহাক আলী, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুবুল ইসলাম এবং হরিপুর সিনিয়র মাদ্রাসার বাংলা প্রভাষক নাট্যকার মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত লালন শিল্পীবৃন্দ লালন গীতি গান পরিবেশন করবেন।

 

 

রাইজিংবিডি/চাটমোহর/২০ ফেব্রুয়ারি ২০১৫/আবদুল মান্নান পলাশ/রণজিৎ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়