ঢাকা     মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ২ ১৪৩২

পাটুরিয়ায় লঞ্চডুবি : অজ্ঞাত লাশটি ঢাকা মেডিক্যাল মর্গে

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাটুরিয়ায় লঞ্চডুবি : অজ্ঞাত লাশটি ঢাকা মেডিক্যাল মর্গে

অজ্ঞাতনামা নারীর লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি: স্বজনদের কেউ না আসায় পাটুরিয়ায় লঞ্চডুবির ঘটনায় মৃত অজ্ঞাত এক নারীর লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস আঞ্জুমানে মফিদুল ইসলামের প্রতিনিধি আবুল হাসানের মাধ্যমে লাশটি মর্গে পাঠায়।

গত রোববার দুপুরে পাটুরিয়া লঞ্চ ঘাটের অদূরে পদ্মা নদীতে ওই লঞ্চ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭০জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে পাটুরিয়া ঘাটে আগত স্বজনরা দাবি করেছেন।

এ দিকে দুর্ঘটনার দিন ও তার পরের দিন ৬৯ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এই নারীর লাশটি শনাক্ত করতে কেউ আসেনি। তার বয়স হবে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে ছিল শাড়ি।

এ ব্যাপারে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস রাইজিংবিডিকে জানান, দুইদিনে মৃত ওই নারীর কোনো স্বজন না আসায় এবং মৃতের শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া লাশটি এখানে রাখা সম্ভব হয়নি। যে কারণে এটিকে মর্গে পাঠানো হলো। তবে সেখানে লাশটি কয়েকদিন রাখা হবে, যদি কেউ লাশটি শনাক্ত করে তবে তার কাছে লাশটি হস্তান্তর করা হবে।

 

 

 

 

রাইজিংবিডি/মানিকগঞ্জ/২৪ ফেব্রুয়ারি ২০১৫/আশরাফুল আলম লিটন/রুহুল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়