ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

বাঘা উপজেলা পরিষদ চত্বরে ককটেল হামলা

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাঘা উপজেলা পরিষদ চত্বরে ককটেল হামলা

রাজশাহী জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ চত্বরে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে  এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ককটেল বিস্ফোরণের পরে কৃষি অফিসের নৈশপ্রহরী মনিরুলের মাধ্যমে খবর পেয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। আলামত সংগ্রহ করা হয়েছে। তবে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। তাদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/২৮ ফেব্রুয়ারি ২০১৫/তানজিমুল হক/সুমন

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়