মানবতাবিরোধী অপরাধে জামালপুরে গ্রেফতার ২
শোয়েব হোসেন || রাইজিংবিডি.কম
গ্রেফতারকৃত এস এম ইউসুফ আলী ও অ্যাডভোকেট শামসুল হক (ছবি : শোয়েব)
জামালপুর প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর জারি করা গ্রেফতারি পরোয়ানায় দুজনকে গ্রেফতার করেছে জামালপুর থানা পুলিশ।
সোমবার বিকেলে জামালপুরের জিগাতলার বাসা থেকে এস এম ইউসুফ আলী ও নয়াপাড়ার নিজ বাসা থেকে অ্যাডভোকেট শামসুল হককে গ্রেফতার করা হয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান মজুমদার দুজনকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, ‘ট্রাইব্যুনাল-২-এর জারি করা পরোয়ানায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।’
জানা গেছে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার জামালপুরের আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমদ, আব্দুল মান্নান, আব্দুল বারী, আবুল হাসেম, মো. হারুন, জামাত নেতা অ্যাডভোকেট শামসুল হক ও এস এম ইউসুফ আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
রাইজিংবিডি/জামালপুর/২ মার্চ ২০১৫/শোয়েব হোসেন/সনি/কমল কর্মকার
রাইজিংবিডি.কম