ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

ময়মনসিংহে ৩৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ১৩ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে ৩৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ‘প্রযুক্তি করতে পারে দারিদ্র মোচন’এ স্লোগান নিয়ে ময়মনসিংহে ৩৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার দুপুর ১২টায় শহরের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়।

 

জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. শহীদুর রহমান খান ও পিজিডি আইসটি বিভাগের পরিচালক মুস্তাগিজ বিল্লাহ।

 

জেলার ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলায় অংশ নিয়েছেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। আলোচকরা জানান, আজকের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে একদিন দেশ ছাড়িয়ে বিশ্বের বড় মাপের বিজ্ঞানী হিসেবে অবস্থান করে নেবে। সে জন্য সবার সহযোগিতা করা জরুরি।

 

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/১৩ মার্চ ২০১৫/শেখ মহিউদ্দিন আহাম্মদ/রণজিৎ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়