ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্মরণ: চার কাব্য’র জনক

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্মরণ: চার কাব্য’র জনক

শাহ মতিন টিপু: বলা হয়, মাত্র চারটি কাব্যগ্রন্থ লিখেই তিনি বিখ্যাত হয়ে গেলেন। এ রকম একজন মূল্যবান কবির মৃত্যুতে বাংলাদেশ অনেক কিছুই হারালো। কবি শহীদ কাদরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।

২০১৬ সালের ২৮ আগস্ট নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাত্র ২৫ বছর বয়সে ১৯৬৭ সালে শহীদ কাদরীর প্রথম প্রকাশিত কবিতা সংকলন ‘উত্তরাধিকার’। তার দ্বিতীয় গ্রন্থ ‘তোমাকে অভিবাদন, প্রিয়তমা’ প্রকাশিত হয় ১৯৭৪ সালে। এরপর ১৯৭৮ সালে প্রকাশিত হয় ‘কোথাও কোন ক্রন্দন নেই’ নামক গ্রন্থ। এর প্রায় ৩০ বছর পরে ২০০৯ সালে প্রকাশিত হয় ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ গ্রন্থটি।

কবি শহীদ কাদরী ১৯৪২ সালের ১৪ আগস্ট ভারতের কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। দশ বছর বয়সে ১৯৫২ সালে তিনি ঢাকায় চলে আসেন। ১৯৮০ সালের দিকে তিনি প্রবাসজীবন শুরু করেন। চলে যান জার্মানিতে। সেখানে বেশ কয়েক বছর থাকার পর লন্ডনে এবং পরে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটান। মৃত্যুর আগ পর্যন্ত জীবনের প্রায় তিন দশক তিনি প্রবাসে বসবাস করেন। প্রবাস জীবনেও তিনি লেখালেখিতে সক্রিয় ছিলেন।

তাকে অভিহিত করা হয় আধুনিক নগর ভাবনার কবি। তার কবিতার শরীর জুড়ে শহরের ব্যস্ত জীবনের ছাপ সুস্পষ্ট। কবির জন্ম, সোনালি কৈশর, যৌবনের সমস্ত আয়োজনই ছিল শহরকেন্দ্রিক। আর সে কারণেই হয়তো তার কবিতায় শহর এসেছে স্বতঃস্ফূর্তভাবে, স্বাভাবিক নিয়মে।

তার একটি কবিতার চরণ-

‘ভয় নেই

আমি এমন

ব্যবস্থা করবো যাতে সেনাবাহিনী

গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে

মার্চপাস্ট করে চলে যাবে

এবং স্যালুট করবে

কেবল তোমাকে প্রিয়তমা।’

বাংলা কবিতায় অবদানের জন্য তিনি ১৯৭৩ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১১ সালে একুশে পদক লাভ করেন।

১৯৭৮ সালের এক বিষণ্ন প্রহরে স্বদেশ ছেড়েছিলেন কবি, কিন্তু স্বদেশ তার অস্থি ও মজ্জায়। যা তিনি বলে গেছেন তার কবিতায়-

‘একটি আংটির মতো তোমাকে পরেছি স্বদেশ

আমার কনিষ্ঠ আঙুলে, কখনও উদ্ধত তলোয়ারের মতো

দীপ্তিমান ঘাসের বিস্তারে, দেখেছি তোমার ডোরাকাটা

জ্বলজ্বলে রূপ জ্যোৎস্নায়।’


রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/ টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়