ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মায়ের জন্য পাত্র খুঁজছেন ছেলে

তাপস রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মায়ের জন্য পাত্র খুঁজছেন ছেলে

‘এটা কোন গা ভাসানো ট্রেন্ড নয়... এটা আমার মনের ইচ্ছে মাকে নতুন জীবন দেয়ার... আমি আমার মাকে একটা নতুন জীবন দিতে চাই... মা আমার মাও বটে, কন্যাও বটে...’

ফেসবুকে মায়ের জন্য পাত্র চেয়ে ছেলে গৌরব অধিকারীর স্ট্যাটাসের শুরুটা হয়েছে এভাবে। গত রবিবার স্ট্যাটাস দেয়ার পর ভাইরাল হয়। যদিও ভাইরাল করার জন্য বা নিজে বিখ্যাত হওয়ার জন্য এই পোস্ট তিনি দেননি- গৌরব নিজেই সেকথা উল্লেখ করে লিখেছেন- ‘রান্নাঘরে মা জীবনটা কাটিয়ে দেবে, এটা চাই না। আমি চাই, মা আবার আগের মতো জীবন কাটাক। বিজয়া দশমীতে সিঁদুর খেলুক। মায়ের একাকীত্ব ঘোঁচানো আমার দায়িত্ব, কর্তব্যও। তাই মায়ের বিয়ে দিতে চাই।’

গৌরব অধিকারী ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগরের বাসিন্দা। তিনি পেশায় আকাশবাণীর উপস্থাপক। তিনি মায়ের জন্য কেমন পাত্র খুঁজছেন তার একটি ধারণা দিয়ে লিখেছেন- ‘স্বনির্ভর সুপাত্র চাই। আমার মাকে ভালো রাখতে হবে... আমি কিছুই চাই না... আমার মা ভালো থাকলেই আমি খুশী... চন্দননগরে আমাদের নিজেদের বাড়ি আছে... একজন সুস্থ সবল ভালো মনের মানুষ হলেই হলো।’

গৌরবের স্ট্যাটাস থেকে জানা যায় তার মায়ের নাম দোলা অধিকারী। বয়স ৪৫। স্নাতক। বই পড়তে এবং গান শুনতে ভালোবাসেন। বাড়িতে হাজার দশেক বই রয়েছে। স্বামীর মৃত্যুর পর বইগুলোই তার অবসরের সঙ্গী। গৌরব লিখেছেন- ‘আমার বাবা প্রয়াত হন ২০১৪সালে। মা সেই থেকে একা। আমি কর্মসূত্রে বেশীরভাগ সময়ই বাইরে ব্যস্ত থাকি। মা একা ফাঁকা বাড়িতে থেকে থেকে ডিপ্রেসড হয়ে পড়েন। তাই আমি আমার মা’র জন্য জীবনে চলার পথে নতুন সঙ্গী চাই। এজন্য আমি এই পোস্ট করছি। একা একা কষ্ট পেয়ে কাছিম হয়ে থাকার চেয়ে জীবনটা ভালোভাবে বাঁচা দরকার বলেই আমি মনে করি... আমি যত দিন যাবে আরও ব্যস্ত হয়ে পড়ব... আমারও সংসার হবে... কিন্তু মা?’

গৌরবের এই পোস্ট ইতিমধ্যেই সমালোচনার জন্ম দিয়েছে। কিন্তু সমালোচকদের উপযুক্ত জবাব দেয়ারও লোকের অভাব নেই। ফেসবুকে অনেকেই গৌরবের সিদ্ধান্তের প্রশংসা করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন। লেখক, সম্পাদক শাঁওলি দে লিখেছেন- ‘এভাবে সবাই ভাবে না কেন? অনেক অনেক শুভেচ্ছা রইল।’ গৌরব নিজেও হেটার্সদের নিয়ে ভাবছেন না। তিনি লিখেছেন- ‘জানি হয়তো কেউ খিল্লি করবেন বা কারোর মনে হবে আমার মাথা খারাপ... তাদের হাসি পেলে প্লিজ হাসবেন... কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না... আমি চাই আমার মা নতুন জীবন পাক।’

মায়ের সম্মতি নিয়েই গৌরব পোস্ট দিয়েছেন। ইতিমধ্যে অনেকে সাড়াও দিয়েছেন। পোস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ হাজার লাইক পড়েছে। ৩১ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। মন্তব্য করেছেন পাঁচশরও বেশি মানুষ।


ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়