দইচোর বর
এস. এম. ফরিদুল ইসলাম || রাইজিংবিডি.কম
হায়-হায়, একি হলো
বিয়ে বাড়ি হৈ-চৈ।
কনে আছে, কাজী আছে
বরবাবু গেলো কই?
এই বাড়ি, ঐ বাড়ি
খোঁজাখুঁজি চললো।
বিয়ে বুঝি ভেঙ্গে গেলো,
কে জানি তা বললো।
দূর হতে ভুলুটার
ঘেউ-ঘেউ আসাতে।
কাছে গিয়ে দেখা গেলো
বর বোসে গাছেতে।
থাম ভুলু, থাম ভুলু
এবারটা চুপ কর।
কার সাথে কী করিস!
এ হলো নতুন বর।
কেন হলো? কিসে হলো
রব সবে তুললো।
হাউমাউ কেঁদে বর
জটখানা খুললো।
পাকশালে শিকেতে
রাখা ছিলো দইটা।
লুকিয়ে সে খাচ্ছিলো
বেয়ে উঠে মইটা।
হঠাৎ তা দেখে ফেলে
এ বাড়ির ভুলুটায়।
তারপর হিহি-হিহি
দৌড়ানি কারে কয়!
জানটা বাঁচাতে বর
উঠে বসে গাছটায়।
দই চুরি করে বর
ধরা পড়ে শেষটায়।
তারা//