ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আজকের পৃথিবী

মার্জিয়া  রহমান  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ২৫ জানুয়ারি ২০২৪  
আজকের পৃথিবী

প্রযুক্তিতে পাল্টে গেছে দুনিয়াটা আজ
মানুষের বদলে রোবট করছে কাজ। 
মানুষ আজ বিশ্বব্যাপী স্বাধীন মুক্তমনা 
প্রযুক্তির বদৌলতে হচ্ছে সব জানা।  

স্বপ্নের মতো রং বেরঙের কল্পনা যত 
আকাশে উড়ছে মানুষ পাখির মতো। 
প্রযুক্তির সাহায্যে যাচ্ছে ফিরে লক্ষ বছর আগে 
কোটি বছরের তথ্য নিয়ে আসছে বাগে।  

দূর অজানা অচিন গ্রহে দিচ্ছে মানুষ পাড়ি 
মঙ্গল গ্রহে বানাচ্ছে মানব বসত বাড়ি। 
প্রযুক্তির উদ্ভাবনে জগৎটা আজ ভরা 
আরও নতুনত্ব উদ্ভাবনে হচ্ছে দিশেহারা!  
 

তারা//


সর্বশেষ

পাঠকপ্রিয়