ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

দাম বেড়েছে ঈদের সালামির নতুন টাকার

হৃদয় তালুকদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৩:২৫, ৩ জুন ২০২৪
দাম বেড়েছে ঈদের সালামির নতুন টাকার

ঈদ মানে আনন্দ ও সামাজিক সম্পর্ক উদযাপন। ঈদ সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ঈদ সালামি আদান-প্রদান। আর সালামির জন্য চাই নতুন টাকা। চাহিদা বেশি তো, দামও বেশি। এ বছর নতুন টাকার দাম বেড়েছে গতবারের চেয়ে প্রায় দিগুণ।

বেশ কয়েকদিন রাজধানীর মতিঝিল, পল্টন, গুলিস্তান, সদরঘাট, বাংলাবাজার ঘুরে দেখা যায় নতুন টাকার দাম বেড়েছে। মোড়ে মোড়ে এসব নতুন টাকা কিনতে ভিড় বেড়েছে গ্রাহকদের।

একাধিক নতুন টাকা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, ২ টাকার চকচকে ব্যান্ডেলে থাকে ২০০ টাকা যা বিক্রয় হচ্ছে ৩০০ টাকা। ৫ টাকা নতুন ব্যান্ডেলে থাকে ৫০০ টাকা  যা বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। ১০ টাকার নতুন  ব্যান্ডেলে থাকে ১,০০০ টাকা , যা বিক্রি হচ্ছে ১,৩০০ টাকায়। ২০ টাকার নতুন ব্যান্ডেল এ থাকে ২০০০ টাকা যা বিক্রয় হচ্ছে ২৩০০ টাকায়। ৫০ টাকার নতুন ব্যান্ডেলে থাকে ৫০০০ টাকা  যা বিক্রয় হচ্ছে ৫২০০ টাকা। ১০০ টাকার নতুন ব্যান্ডেলে থাকে ১০,০০০ টাকা যা বিক্রি হচ্ছে ১০,৩০০ টাকায়।

২০২২ অথবা ২০২৩ সালের ঈদে যে নতুন টাকার দাম হাজারে ১০০-৫০ টাকা বেশি  নিতো এখন সেটার দাম রাখা হচ্ছে ২০০-৩০০ টাকা।  এক বছেরের ব্যবধানে নতুন টাকার দাম বেড়েছে ২০-৩০% শতাংশ। ক্রেতাদের দাবি ব্যাংকে টাকা না পাওয়া গেলেও বাইরে নতুন টাকা পাওয়া যায় কারণ ওদের (বিক্রেতাদের) লিংক বেশি। 

অনেকের দাবি, ব্যাংক টাকা দিলে আমাদের অতিরিক্ত টাকা দিতে হতো না।

বাসার সদস্যদের জন্য নতুন টাকা কিনতে আসা রাতুল রাফি বলেন, আমি প্রতি বছরই টাকা কিনতে আসি। এবার দাম বেড়েছে অন্যবারের চেয়ে বেশি। এবার চাহিদা বেশি তাই হয়তো দামও বেশি। ব্যাংকে গেলে আমরা টাকা পাই না, বাইরে তো অনেক নতুন টাকা।

আরেক ক্রেতা ইমন আহমেদ বলেন, বাসার বাচ্চাদের জন্য নতুন টাকা কিনতে এসেছি। ভাতিজা-ভাগনে এদের সালামি দিবো তাই নিতে এসেছি। গুলিস্থানে একটু দাম কম তাই এখানে এসেছি।

নতুন টাকার দাম কেন বেড়েছে এ বিষয়ে জানতে চাইলে গুলিস্থানের টাকা বিক্রেতা আল আমিন বলেন, দাম তো ভাই একটু বেশি। আমাদেরও তো চলা লাগে সংসার নিয়ে। কয় টাকা আর বেশি ৫০-১০০ টাকা বেশি। নতুন টাকার চাহিদা বেশি তাই দামও বেশি। 

/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়