ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

যে স্যুট পরে উড়তে পারবেন

হৃদয় তালুকদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৩১ মে ২০২৪   আপডেট: ১০:৩৮, ২ জুন ২০২৪
যে স্যুট পরে উড়তে পারবেন

ছবি: সংগৃহীত

মানুষের স্বপ্নের সীমানা নেই। কেউবা হেঁটে পৌঁছাতে চায় হিমালয়ের চূড়ায় আবার কেউ ডুবন্ত রহস্য দেখতে যেতে চায় সমুদ্রের গভীরে। এছাড়াও অনেক দুঃসাহসিক ইচ্ছে আছে মানুষের। কেউ চায় পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াতে। সেই স্বপ্ন ছোঁয়ার জন্য রাইট ভাতৃদ্বয় আবিষ্কার করেছিলেন উড়োজাহাজ। তবে উড়ার জন্য এখন আর উড়োজাহাজের প্রয়োজন নেই। জেট স্যুট পড়েই পাখির মতো ডানা মেলে উড়তে পারবেন আকাশে।

সম্প্রতি জেট স্যুট পরে রোমানিয়ার ট্রান্সসিলভানিয়ার ট্রাসকাওলিও পর্বতমালার পাখির মতো উড়ে বেড়াতে দেখা যায় রোমানিয়ার উদ্ধারকারী দলের একজন সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে ভিডিওটি।

রোমানিয়ার উদ্ধারকারী দলের এই প্রযুক্তি ব্যবহারের অন্যতম কারণ পাহাড়ে বা দূর্গম এলাকায় আটকে পড়া ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে সাহায্য করা। অনেক সময় হেলিকপ্টার বা বিমানে ঝুঁকিপূর্ণ কাউকে সাহায্য করতে যাওয়া যেমন সময় সাপেক্ষ তেমনি রয়েছে বেশ প্রস্তুতির ব্যাপার কিন্তু এই জেট স্যুট পড়ে যে কোন ঝুকিপূর্ণ স্থানে যাওয়া যাবে নিমিষেই। দ্রুততার সাথে এই জেট স্যুট গন্তব্যে পৌঁছে দেয় ব্যবহারকারীকে।

আরো পড়ুন:

এই জেড স্যুটের আবিষ্কারক রিচার্ড ব্রাউন। এই ধরনের স্যুট নিয়েই কাজ করেন তিনি। এধরণের স্যুট তৈরীর প্রতিষ্ঠান গ্যাব্রিটি ইন্ড্রাস্টিজের সিও ও পরিচালক ব্রাউন। রোমানিয়ার জরুরি উদ্ধারকারী দলের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করছেন ব্রাউন। রোমানিয়াতে দেশের বাইরে থেকে অনেক পর্যটক ঘুরতে আসে পাহাড়ে এবং এসে আটকে পড়ে যায় অনেকাংশে। যেখানে ৫০০ মিটারের পথ পায়ে হেঁটে যেতে সময় লাগে দুই ঘণ্টা সেখানে এই স্যুট পরে সমান দূরত্ব অতিক্রম করা যায় দুই মিনিটেই।

২০১৭ সাল থেকেই এ বিষয়টি নিয়ে কাজ করছে রোমানিয়ার সরকার। এর লেটেস্ট থ্রিডি সংস্করণে সাতটি ছোট ছোট ইঞ্জিন রয়েছে। প্রতিটি হাতে দুইটি এবং পেছনে রয়েছে তিনটি ইঞ্জিন। ১৫০০ হর্সপাওয়ার ইঞ্জিনটি প্রতি ঘণ্টায় যেতে পারে ৮৫ মাইল বেগে এবং উচ্চতার হিসেবে যেতে পারে ১২০০ ফুটের বেশি। জনগণ ও পর্যটকদের দ্রুততম সময়ের মধ্যে সেবা দিতেই এই পদ্ধতি ব্যবহার করছে রোমানিয়ার সরকার। 

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়