বাবা দিবসের কবিতা
মোঃ জাহিদ হাসান || রাইজিংবিডি.কম
বাবা
বাবা মানে পরম সখা, বাবা মানে শাসন
বাবা মানে সন্তানের নিকট পরম শ্রদ্ধার আসন।
জীবন যুদ্ধে বাবা আঘাত থেকে রক্ষা পাওয়ার ঢাল
বাবা মানে মাথার উপর বটবৃক্ষের ডাল।
বাবার কাছে বোবা-কানা সব সন্তানই চোখের মণি
সন্তানের জন্য বাবার হৃদয়ে জাগ্রত স্নেহের খনি।
বাবা মানেই রাতের আঁধারে আলোয় ভরা চাঁদ
সন্তানের শত আবদারে তার ভাঙে না ধৈর্যের বাঁধ।
বাবা লুকিয়ে রাখে অপ্রাপ্তি, বেদনা হাসির মাঝে
সন্তান সমাজে প্রতিষ্ঠিত হলে বাবা সুখে ভাসে,
জগতে যত পবিত্র তারও অধিক পবিত্র পিতার মন
বাবা মানে শত রাজার শত রাজ্যের ধন ।
বাবার কাছে সন্তানের মতো আর কে আছে মহামহিম?
সন্তানের ক্ষুধার আহার মেটাতে কত বাবা হয়েছে কুলি
যুগে যুগে সন্তানের সুখের তরে বাবা দিয়েছেন বলি।
কার আছে এমন হিম্মত বাবার মতো ত্যাগে হবে আগুয়ান?
আসলে ভারী তুফান বাবাকেই দিতে হবে পাড়ি সংসার-তরী;
বৃদ্ধ কিংবা জওয়ান।
সন্তানের কিছু হলে বাবার বুকে ক্ষত হয়ে জাগে
সন্তান বুঝতে পারে না গোপনে-
পিতাই থাকে ভগবানের সাজে!
শিক্ষক হয়ে বাবা সন্তানকে পৌঁছায় সফলতার বাঁকে
বাবার মৃত্যু মানে নয় চির প্রস্থান-
সন্তানের ধমনীতে রক্ত হয়ে বাবা বাঁচে।
বৃদ্ধ হলে কেউ কখনো ভুলেও করো না জন্মদাতাকে অবহেলা
কালের স্রোতে তুমিও একদিন বৃদ্ধ হবে এটাই প্রকৃতির খেলা ।
তারা//