ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৩ ১৪৩১

‘গল্পকারের পছন্দের ৫০ গল্প’ গ্রন্থ প্রকাশিত

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১ মার্চ ২০২৫   আপডেট: ১৮:২৪, ১ মার্চ ২০২৫
‘গল্পকারের পছন্দের ৫০ গল্প’ গ্রন্থ প্রকাশিত

অমর একুশে বইমেলায় (২০২৫) প্রকাশিত হয়েছে গল্প সংকলন ‘গল্পকারের পছন্দের ৫০ গল্প’। গ্রন্থটি সম্পাদনা করেছেন কথাসাহিত্যিক মনি হায়দার।

‘গল্পকারের পছন্দের ৫০ গল্প’ গ্রন্থে যাদের লেখা স্থান পেয়েছে তারা হলেন-অমল সাহা, অসীম হিমেল, ইশরাত তানিয়া, কামরুল আহসান, খালেক মল্লিক, খোরশেদ বাহার, মাসুদুল হক, ঝর্না রহমান, শাশ্বত নিপ্পন, নাসিমা আনিস, নূরুদ্দিন জাহাঙ্গীর, পারভেজ হোসেন, ফয়জুল ইসলাম, আহমদ বশীর, মাসউদ আহমাদ, মোজাফ্ফর হোসেন, মোজাম্মেল হক নিয়োগী, মোহিত কামাল, ম্যারিনা নাসরীন, মনি হায়দার, শোয়েব শাহরিয়ার, সাদিকুল নিয়োগী পন্নী, সালেহা চৌধুরী, সায়মা ইসলাম, সৈয়দ মনজুর কবির, ফারহানা রহমান, স্বকৃত নোমান, সম্পদ বড়ুয়া, হোসনে আরা মণি, হুমায়ূন মালিক, মালেকা পারভীন, খান মুহাম্মদ রুমেল, সোলায়মান সুমন, পাপড়ি রহমান, রোকেয়া ইসলাস, শাহনাজ মুন্নী, ফরিদা ইয়াসমিন সুমি, উম্মে ফারহানা, বিশ্বজিৎ চৌধুরী, জিয়া হাশান, রেহানা বীথি, মুহাম্মদ মহিউদ্দিন, আকমল হোসেন নিপু, নাভেরা হোসেন, ফরিদুর রহমান, তানভীর মোকাম্মেল, আযাদ কালাম, সাঈদ আজাদ, সেলিম মোরশেদ এবং সাইফ বরকতুল্লাহ।

‘গল্পকারের পছন্দের ৫০ গল্প’ গ্রন্থটির প্রচ্ছদ করেছেন শতাব্দী জাহিদ। গ্রন্থটির দাম ৯০০ টাকা। গ্রন্থটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশন।

আরো পড়ুন:

ঢাকা/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়