ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে কারণে হলুদ কার্ড পেয়েছিলেন নেইমার (ভিডিও)

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১৫ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে কারণে হলুদ কার্ড পেয়েছিলেন নেইমার (ভিডিও)

নেইমারকে হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারি

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার প্রথম ম্যাচে রোববার দিবাগত রাতে জয় পেয়েছে ব্রাজিল। ২-১ গোলে হারিয়েছে পেরুকে। এই ম্যাচের ৫ মিনিটে হেডে নেইমার গোল করেন। আর অন্তিম মুহূর্তে ডগলাসকে গোলে সহায়তা করেন। ম্যাচসেরা নির্বাচিত হন বার্সেলোনার এই তারকা। কিন্তু মজার বিষয় হল ম্যাচের ৪৪ মিনিটে বাচ্চাসুলভ একটি কারণে রেফারি তাকে হলুদ কার্ড দেখায়।

 

ম্যাচের ৪৪ মিনিটে পেরুর ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় ব্রাজিল। রেফারি ভ্যানিশিং স্প্রে দিয়ে ফ্রি কিক নেওয়ার স্থান নির্ধারণ করে দেন। নেইমার সেই ভ্যানিশিং স্প্রে এর কিছুটা হাত দিয়ে তুলে ফেলেন। বিষয়টি দেখার পরই হলুদ কার্ড দিয়ে নেইমারকে সতর্ক করেন রেফারি গার্সিয়া ওরোসকো। একজন খেলোয়াড় ভ্যানিশিং স্প্রেকে ভ্যানিশ করতে পারেন না। এটা তার এখতিয়ারের বাইরে। সে কারণেই নেইমারকে হলুদ কার্ড দেখান রেফারি।

 

হলুদ কার্ড দেওয়ার ভিডিও :

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৫/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়