ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

স্ক্র্যাচ কার্ডে উপহার দিচ্ছে রবি

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২৭ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ক্র্যাচ কার্ডে উপহার দিচ্ছে রবি

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদেরকে ৯৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড বা অফারে ৫২৮ টাকা মূল্যমানের উপহারসামগ্রী দিচ্ছে মোবাইল অপারেটর রবি। উপহারের মধ্যে রয়েছে পন্ডস হোয়াইট বিউটি ক্রিম (২৫ গ্রাম), ডাভ শ্যাম্পু (৮০ মিলি), ডাভ সাবান (১৩৫ গ্রাম) ও এক্স (ডার্ক টেম্পটেশন, ১৫০ মিলি)।

 

বুধবার রবি দ্বিতীয় দফায় স্ক্র্যাচ কার্ড বান্ডল অফারটি চালু করে। আগের অফারের তুলনায় আরো আকর্ষণীয় উপহার দিয়ে সাজানো হয় এবারের অফারটি।

 

আকর্ষণীয় এই উপহারগুলো আজ থেকে ঢাকায় এবং পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশে পাওয়া যাবে।

 

 

 

রাইজিংবিডি/ ঢাকা/২৭ মে ২০১৫/মিথুন/সুমন

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়