ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অ্যান্টিভাইরাল ড্রাগ ওষুধ প্রশাসনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যান্টিভাইরাল ড্রাগ ওষুধ প্রশাসনে

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে কার্যকর অ্যান্টিভাইরাল ড্রাগ ওষুধ প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বেকন ফার্মাসিউটিক্যাল লিমিডেট।

ফ্যাভিপিরা ট্যাবলেট নামে ওই ওষুধ রোববার (০৫ মার্চ) ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।

সোমবার (০৬ এপ্রিল) রাতে বেকন ফার্মাসিউটিক্যালের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের কর্মকর্তা আনিন্দ আভিক হোসেন জানান, এটাকে করোনা ওষুধ বলা যাবে না।  এটা হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ।  জাপানে করোনার রোগীদের ওপর এই ড্রাগটি প্রয়োগে সুফল পাওয়া গেছে।  তাদের সেই ফমর্ূলায় আমরা ওই ড্রাগটি উৎপাদন করেছি।  এর কার্যকারিতা কতটুকু তা পরীক্ষার জন্য গতকাল ড্রাগটি ওষুধ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার বেকনের এমডি এবাদুল করিম ফ্যাভিপিরা (ফ্যাভিপিরাভির ২০০ এমজি) ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন।


ঢাকা/সাওন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়