ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোটারি অনলাইন মেডিকেল সাপোর্ট সেন্টারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোটারি অনলাইন মেডিকেল সাপোর্ট সেন্টারের যাত্রা শুরু

করোনাকালে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সহায়তা দেওয়ার লক্ষে রোটারি মেডিক্যাল সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয়েছে।

শনিবার ঢাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেন্টার উদ্বোধন করেন রোটারি গভর্নর (২০২০-২১) এম. রুবাইয়াত হোসেন । অনুষ্ঠানে সাবেক গভর্নরবৃন্দ, রোটারি মহাসচিব (২০২০-২১) নুরুল হুদা পিন্টুসহ রোটারি নেতৃবৃন্দ অংশ নেন।

অনলাইনে সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত এবং রাত ৭.৩০টা থেকে ৮.৩০টা পর্যন্ত রোগীদের তথ্য নিয়ে রোটারির ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকগন অনলাইন সেবা দেবেন। অনলাইন হটলাইন নাম্বার: ০৯৬০৬০০০৯১১।

এছাড়া, রোটরির উদ্যোগে বিভিন্ন অসহায় মানুষদের মধ্যে প্রতিদিন রান্না করা খাবার বিতরণের ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান ডেপুটি গভর্নর আবুল খায়ের চৌধুরী।

তিনি জানান, রোটরির উদ্যোগে সাড়া দেশে হ্যান্ড সেনিটাইজার এবং মাস্ক বিতরণ কার্যক্রম করোনা পরিস্থিতির শুরু থেকেই চলছে।


ঢাকা/সাওন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়