ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

বর্তমানে করোনা রোগীদের সবার দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ৬ মার্চ ২০২২   আপডেট: ১৮:৩৩, ৬ মার্চ ২০২২
বর্তমানে করোনা রোগীদের সবার দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট

হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী (ফাইল ফটো)

বাংলাদেশে বর্তমানে করোনা রোগীদের সবার শরীরেই ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)।

১ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশ থেকে সংগৃহীত ৭৪টি নমুনার জিন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে বলে আইসিডিডিআর’বির অন্তর্বর্তী প্রতিবেদনে জানানো হয়েছে। নমুনাগুলোর ৯৬ শতাংশ ছিল ওমিক্রনের বিএ২ এবং ৪ ভাগ ছিল বিএন১ উপ-ধরণ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ মার্চ সকাল ৮টা থেকে ৬ মার্চ সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ৮৫ জন। এ সময়ে ৫২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আরো পড়ুন:

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৪০ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৬৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

মেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়