ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজের ফ্রি ক্যাম্প

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২২  
প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজের ফ্রি ক্যাম্প

শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ডেমরার সারুলিয়ায় অবস্থিত ডগাইর রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্প উদ্বোধন করেন প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ মো. নজরুল ইসলাম সিকদার, ডিরেক্টর হসপিটাল/সিইও- ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দিন (অব.), ডেপুটি ডিরেক্টর হসপিটাল ডা. শরীফ মো. আরিফুল হক।

ক্যাম্প উপলক্ষে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ১৫০০ জনকে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পরামর্শ, ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড সুগার পরীক্ষা, ব্লাড প্রেসার, ওজন মাপাসহ আকর্ষণীয় গিফট সামগ্রী প্রদান করা হয়। ক্যাম্পটি ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. রিয়াজুল মাহমুদের নেতৃত্বে পরিচালিত হয়।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়