ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

ডিএনসিসি হাসপাতালে এক ডেঙ্গুরোগীর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২ সেপ্টেম্বর ২০২৩  
ডিএনসিসি হাসপাতালে এক ডেঙ্গুরোগীর মৃত্যু

ফাইল ফটো

ডিএনসিসি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু আক্রান্তের মৃত্যু  হয়েছে। এ নিয়ে ১৩ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এই হাসপাতালে ২৯ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হলো।

সারাদেশের মতো ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা আবারও ঊর্ধ্বমুখী। গত আগস্ট মাসের মাঝামাঝিতে ডিএনসিসি কোভিড হাসপাতালে ডেঙ্গুর চাপ তুলনামূলক কমে এসেছিল। দীর্ঘদিন রোগী ভর্তির সংখ্যা ২০০ থেকে ২৫০ কিংবা খানিকটা বেশি হলেও সেপ্টেম্বরের প্রথম দিনে ২৯৯ জনে উঠে আসে রোগীর সংখ্যা।

শনিবার (২ সেপ্টেম্বর) ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে এসব তথ্য জানা গেছে।

ডিএনসিসি কোভিড হাসপাতালের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮৪ জন রোগী। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে। এসময়ে মারা গেছেন একজন, হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ জন রোগী।

এ নিয়ে ১৩ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৬৫৬ জন রোগী। ছাড়পত্র পেয়েছেন ৩৩৪৮ জন।

মেয়া/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়