ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে মনিপাল হাসপাতাল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৩
স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে মনিপাল হাসপাতাল

ডিজিটাল রোবোটিক্স প্রোগ্রাম, সার্জারিতে রোবটের ব্যবহার, অঙ্গ প্রতিস্থাপনে অগ্রগতি ও সংক্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রোটোকলসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের চিকিৎসক, নার্সিং সংশ্লিষ্ট ব্যক্তি, মিডিয়াকর্মী, নারী সংগঠন এবং বিভিন্ন স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মীদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দিতে চায় ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান মনিপাল হাসপাতাল। এই প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ভারতের মনিপাল হাসপাতালের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মনিপাল হাসপাতাল কিছু শিক্ষামূলক প্রোগ্রাম চালু করার উদ্যোগ নিয়েছে। এই প্রোগ্রামগুলোর লক্ষ্য হলো, সবার জন্য একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহযোগিতা করা।

তারা জানান, মনিপাল হাসপাতাল আয়োজিত প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে; ডিজিটাল রোবটিক্স প্রোগ্রাম, সার্জারিতে রোবোটের ব্যবহার, অঙ্গ প্রতিস্থাপনে অগ্রগতি, সংক্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রোটোকল, এসিএলএস এবং বিএলএস প্রশিক্ষণ, হাতের পরিচ্ছন্নতা সম্পর্কিত অভ্যাস, সুঁচের আঘাত থেকে প্রতিরোধ, বায়ো-মেডিকেল ওয়েস্ট প্রশিক্ষণ, ব্যারিয়ার নার্সিং টেকনিক, নিরাপদ ইনফিউশন সম্পর্কিত অনুশীলন, ডকুমেন্টেশনের ক্ষেত্রে সেরা অনুশীলন ও চাপজনিত ঘা প্রতিরোধ।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এসব কোর্স ছাড়াও সচেতনতামূলক আলোচনা এবং কর্মশালা অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে রয়েছে স্বাস্থ্যকর জীবনযাপনের কৌশল, প্রবীণদের হৃদরোগজনিত সমস্যার সমাধান, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপে করণীয়, ব্যক্তিগত ফিটনেস লেভেল পর্যবেক্ষণ, স্তন ক্যানসার সচেতনতা এবং নারী স্বাস্থ্যের বিষয়গুলো।

মনিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার এভিপি ভিকাস তায়েব বলেন, গত কয়েক বছর ধরে আমরা রোগীদের আরও ভালো সেবা প্রদানের জন্য আমাদের চিকিৎসা পদ্ধতি উন্নত করার এবং প্রতিরোধমূলক অনুশীলনের ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা অনুধাবন করেছি। স্বাস্থ্য সেবা খাতে প্রযুক্তির দ্রুত উন্নতি সাধন হচ্ছে। চিকিৎসকরা নিজেদেরকে সাম্প্রতিক অগ্রগতির সঙ্গে নিজেদের ভালোভাবে দক্ষ করে তুলছেন কি না, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, এ উদ্যোগ শুধুমাত্র আমাদের বিশেষজ্ঞদেরই নয়, সমগ্র বিশ্বের সব চিকিৎসা কর্মীদের যেকোনো পরিস্থিতি নিখুঁতভাবে পরিচালনা করতে এবং রোগীদের প্রয়োজনগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য সতর্কতার সঙ্গে ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামগুলো বাংলাদেশের মেডিকেল সদস্যদের তাদের দক্ষতা বৃদ্ধি করতে এবং হাসপাতালের প্রক্রিয়াগুলোকে আরও কার্যকর করতে সহায়তা করবে।

ভিকাস তায়েব বলেন, ভালো কোনো বিষয় প্রচারে মিডিয়ার অনেক বড় ভূমিকা থাকে। বাংলাদেশের মিডিয়ার সঙ্গে এক হয়ে আমরা বাংলাদেশের স্বাস্থ্য সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। যা বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে আরও সমৃদ্ধ করবে।

ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, মনিপাল হাসপাতাল দীর্ঘ ৭০ বছর ধরে স্বাস্থ্য সেবা দিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির যারা সদস্য আছেন তাদেরকে হেলথ কার্ডের ব্যবস্থা করবেন। এজন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশের অনেক রোগী ভারতের ভিসা পেতে কিছু জটিলতায় পড়তে হয়। এ বিষয়ে মনিপাল হসপিটাল কর্তৃপক্ষের বিশেষ নজর কামনা করছি।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি বলেন, আমরা যারা হেলথ সেক্টর নিয়ে কাজ করি তাদের অনেক বিষয় জানার এবং বোঝার থাকে। আজকে মনিপাল হাসপাতাল ঘোষণা করেছে তারা বাংলাদেশের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। এ প্রশিক্ষণটা আমাদের স্বাস্থ্য সেবায় যারা জড়িত আছেন তাদেরকে প্রসিদ্ধ করবে। আমি তাদেরকে একটা সুপারিশ করব, পাবলিকে হেলথ বিষয়ে একজন সাংবাদিকদের যা যা জানা দরকার এসব বিষয়ে যদি আপনাদের বিশেষজ্ঞরা প্রশিক্ষণের ব্যবস্থা করেন তাহলে আমরা সাংবাদিকরা উপকৃত হবো।

এ সময় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মনিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার আঞ্চলিক প্রধান রাম গোপাল বর্ধন, আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার চিফ ম্যানেজার ডা. অরুণ চক্রবর্তী, আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার এভিপি মি. ভিকাস তায়েব, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মায়নুল হাসান সোহেল ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি।

/মেয়া/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়